মির্জাপুরে তরফপুর ইউনিয়নে তিনটি রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তর করলেন এমপি শুভ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তরফপুর ইউনিয়নে জনগনের চলাচলের জন্য তিনটি রাস্তার নির্মান কাজের ভিত্তি প্রস্তর করেছেন খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ রাস্তার ভিত্তি প্রস্তর করেন। এ উপলক্ষে তরফপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগি পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। রাস্তা তিনটি হচ্ছে তরফপুর- সিটমামুদপুর রাস্তা, পাথরঘাটা বাজার- তরফপুর ইউপিসি রাস্তা এবং পাথরঠাঘা উপজেলা রাস্তা-তরফপুর আশ্রয়ন কেন্দ্র রাস্তা। এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজ রেজা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, এমপির ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, আওয়ামীলীগ ইজ্জত আলী জনিসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here