আন্তঃক্যাডেট কলেজ বাস্কেট-ভলিবল প্রতিযোগিতায় ঝিনাইদাহ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলেল মির্জাপুর ক্যাডেট কলেজে অনুষ্ঠিত আন্তঃক্যাডেট কলেজ বাস্কেট ও ভলিবল প্রতিযোগিতায় বাস্কেটে ঝিনাইদাহ ক্যাডেট কলেজ এবং ভলিবলে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বাস্কেটে রানার্স আপ হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং ভলিবলে রানার্স আপ হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। বাস্কেটে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়ে পুরষ্কার লাভ করে ঝিনাইদাহ ক্যাডেট কলেজের খোলোয়াড় ক্যাডেট জারিফ এবং ভলিবলে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েয়ে পুরষ্কার লাভ করে রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট লাবিব।
আজ বুধবার (৪ অক্টোবর) বিকেলে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে মির্জাপুর ক্যাডেট কলেজ ক্যাম্পাসের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এসজিপি এনডিসি পিএসসি মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স আর্মি হেডকোয়ার্টাস ঢাকা সেনানিবাস। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ঢাকা সেনানিবাস এবং ৯ পদাধিক ডিভিশনের পদস্থ্য সামরিক কর্মকর্তা এবং মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল এবং এডজুট্যান্টসহ শিক্ষকগন উপস্থিত ছিলেন।
আজ বুধবার রাতে মির্জাপুর ক্যাডেট কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ক্যাডেট কলেজের ক্যাডেটদের অংশ গ্রহনে উৎসব মুখর পরিবেশে ৬ দিন ব্যাপি বাস্কেট ও ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। উদ্ধোনী দিনে অনুষষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাস্কেট ও ভলিবল প্রতিযোগিতার উদ্ধোধন করেন মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী পিবিজিএম পিএসসি।
পুরষ্কার বিতরন শেষে প্রধান অতিথি মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম এসজিপি এনডিসি পিএসসি মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স আর্মি হেডকোয়ার্টাস ঢাকা সেনানিবাস বলেন, ক্যাডেটগনগন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরন করে বিভিন্ন মেধা যোগ্যতার স্বাক্ষর রেখে সুন্দর ও ভবিষ্যৎ নির্মানে সচেষ্ট হবে। বাস্কেট ও ভলিবলে অংশ গ্রহনকারী ক্যাডেট খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখে আমি মুগ্ধ অভিভুত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here