মীর আনোয়ার হোসেন টুটুল
স্কাউটসদের সেবার মান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটসদের অংশ গ্রহনে উৎসব মুকল পরিবেশে এক দিনের প্রশিক্ষণ ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৪ (অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখা এ প্রশিক্ষণ ডে ক্যাম্পের আয়োজন করে। সকালে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ডে ক্যাম্পের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি শাকিলা বিনতে মতিন। এ সময় বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার কমিশনার মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা শাকার সদস্য মো. ইউনুছ আলীসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে প্রশিক্ষণ ডে ক্যাম্পের উদ্ধোধনের পর উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস মির্জাপুর উপজেলা শাখার সভাপতি শাকিলা বিনতে মতিন, কমিশনার মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম ও মো. ইউনুছ আলী খান প্রমুখ।