বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৭ (১৩৬, মির্জাপুর) নির্বাচনী এলাকা থেকে দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে আওয়ামীলীগ থেকে নৌকার মনোয়ন প্রত্যাশী শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। আবুর কালাম আজাদ লিটন মানবতায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজো আওয়ামলীগের সহসভাপতি। আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মির্জাপুর পৌরসভার এক ওয়ার্ডের পুষ্টকামুরী বাগানবাড়ি এলাকায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি শিল্পপতি আবুল কালাম আজাদ লিটন, রানাশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মো. আতিকুর রহমান আতিক, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেন, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ মো. ফরিদ হোসেন, গ্রামাটিয়া এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ^াস, বংশীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, ওয়ার্শি এম ইয়াসিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়েরে সহকারী প্রধান শিক্ষক মো. আতোয়ার রহমান ও টাঙ্গাইল কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন প্রমুখ। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দল যাকেই মনোয়ন দিবেন আমরা মির্জাপুরবাসি সকলেই ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো।