মির্জাপুরে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট চাইলেন খান আহমেদ শুভ এমপি

মীর আনোয়ার হোসেন টুটুল
উন্নয়নের ধারাবাহিকতায় নৌকায় ভোট চাইলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনয়নে চেয়ারম্যানবাড়ি-নয়াপাড়া রাস্তার উদ্ধোধন ও তরফপুর ইউনিয়নে আবাদবাজার ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এমপি শুভ বলেন, মানুষের ভাগ্য উন্নয়ন ও দিন বদলের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা ও আওয়ামীলীগ মানেই দেশের উন্নয়ন এবং জনগনের ভাগ্যের পরিবর্তন। আওয়ামীলীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার ৫৩ বছরেও তা হয়নি। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মাট বাংলাদেশে রুপান্তর, বঙ্গবন্ধু ট্যানেল, রুপপুর পারমানিবক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পদ্মা সেতু নির্মান, ঢাকায় অত্যাধুনিক মেট্রো রেল প্রকল্প চালু, শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মান, বিদ্যুৎ ব্যবস্থার আমুল পরিবর্তন ও উন্নয়ন, চিকিৎসা ও যোগাযোগসহ দেশে প্রতিটি সেক্টরে সুষম উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহৃত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামীলীগ তথা নৌকাকে বিজয়ী করার জন্য এলাকাবাসিকে অনুরোধ জানান ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, এমপি ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ হেলাল দেওয়ান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহারুল ইসলাম আজাহার, জাহাঙ্গীর আলম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here