মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানউন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্ময়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কতৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা এগারটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সবায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহহাস উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় বক্তব্য অনুষ্ঠানে রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আব্দুল ওয়াহাব, ম্যানেজিং কমিটির সদস্য মো . আবু সাইদ মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. মোকলেছুল রহমান, বাবু সনজিৎ মজুমদার কালু, অভিভাবকদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মো. মনির হোসেন, তাপস সরকার, জমির উদ্দিন ও হারুন অর রশিদ প্রমুখ। মতবিনিময় সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নসহ শিক্ষার গুনগত পরিবর্তনের জন্য সব ধরনের সহযোগিতার আশ^াস দিয়েছেন অভিভাবকগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here