মির্জাপুরে বখাটের ছুরিকাঘাতে সিএনজি চালক নিহত, খুনির ফাঁসির দাবীতে এলাকায় বিক্ষোভ

মীর আনোয়ার হোসেন টুটুল
ছোট বোনের ডিভোর্সের টাকা নিয়ে বন্ধুর সঙ্গে দ্বন্ধের জেরে বখাটে বন্ধুর ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছে। বখাটে খুনি তফি (২২) কে গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষুব্দ এলাকাবাসি এবং সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ চালকরা আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেছে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। গতকাল বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুই নং জামুর্কি ইউনিয়নের পাকুল্যা এলাকায় এ খুনের ঘটনা ঘটেছে।
জানা গেছে বখাটে বন্ধু তফির হাতে খুনের শিকার আল আমিন মিয়া (২৮)। তার পিতার নাম বাদশা মিয়া, গ্রামের বাড়ি জামুর্কি ইউনিয়নের গুনটিয়া বাকালিপাড়া। পাকুল্যা সিএনজি শ্যমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম পিয়ারা এবং সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া জানায়, আল আমিনের ছোট বোন মীমের গাজীপুর জেলার কালিয়াকৈর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার বোনের সঙ্গে স্বামীর বনিবনা ছিল না। এ নিয়ে স্থানীয় মাতাব্বরদের সহায়তায় একাধিকবার বিচার শালিস হয়েছে। বিচারে আল আমিনের বন্ধু নাইম ও তফিও ছিল। বখাটে তফি গোপনে ও পরিকল্পিত ভাবে আল আমিনের বোন মীমের স্বামী ও তার পরিবারের নিকট থেকে দুই লাখ টাকা নেয় ছাড়াছাড়ি করার জন্য। টাকা নিয়ে মীমের সংসার ছাড়াছাড়িও হয়। টাকার কথা মীমের পরিবারকে গোপন রাখে আল আমিনের বন্ধু তফি।
এদিকে মীমেরর পুর্বের স্বামী গত মঙ্গলবার পাকুর‌্যা এসে দেখতে পায় মীমের ভাই আল আমিন সিএনজি চালাচ্ছে। তখন মীমের স্বামী আল আমিনকে বলে আপনারা আমার নিকট থেকে দুই লাখ টাকা নিয়েছেন এখন সিএনজি চালান কেন। টাকার কথা আল আমিন তার বন্ধু তফিকে জানালে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্তা ও ঝগড়া হয়। ঘটনার প্রতিশোধ নিতে বখাটে তফি গতকাল বুধবার রাত আটটার দিকে প্যান্টের পকেটে লুকিয়ে ধারালো চাকু ও ছুরি নিয়ে পাকুল্যা বাস স্টেশনে আসে। রাস্তায় আল আমিনকে দেখে ধারালো চাকু ও ছুড়ি দিয়ে পেটে আঘাত করে। তাকে বাঁচানোর জন্য আল আমিনের বন্ধু নাইম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তফি। স্থানীয় লোকজন ঘটনা দেখে আল আমিন ও নাইমকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে রাতে আল আমিন মারা যায়। নাইমের অ¯বস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহত আল আমিনের অসহায় পিতা বাদশা মিয়া এবং বোন মীম আক্তার অভিযোগ করেন, বখাটে তফি মিথ্যার আশ্রয় নিয়ে তার পুর্বের স্বামী ও পরিবার থেকে দুই লাখ টাকা নিয়েছে যা তারা অবগত নয়। ঘটনা জানাজানি হলে বখাটে তফি ক্ষিপ্ত হয়ে আল আমিনকে পরিকল্পিত বাবে হত্যা করেচে। তারা বখাটে তফিকে গ্রেফতার এবং ফাঁসির দাবী জানিয়েছেন।
আল আমিনের হত্যাকারী বখাটে তফিকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবীতে দুপুরে পাকুল্যা সিএনজি শ্রমিক ইউনিয়ন এবং এরাকাবাসি বিক্ষুব মিছিল করে প্রতিবাদ সমাবেশ করেছে। বক্তব্য রাখেন নুরুল ইসলাম পিয়ারা, জাহাঙ্গীর মিয়া, শুকুর আলী, সংগিত মিয়া, রাশেদ ও জুয়েল। প্রতিবাদ সামাবেশে খুনি তফিকে গ্রেফতার এবং ফাঁসির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আল আমিন হত্যার জন্য তার বাবা বাদশা মিয়া বাদী হয়ে তফি ও তার সহযোগিদের আসামী মামলা তদায়ের করেছেন। ঘটনার পর থেকেই সে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে আল আমিনের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here