মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনাসভা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড সুচী রানী সাহা, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান আজাহারুল ইসলাম, ওসি শেখ আবু সালে মাসুদ করিম, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা স্বাস্ত্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসরামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেরার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর আনন্দে শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।