মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ার এবং সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহম্মেদ পুনরায় নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে মির্জাপুরে উপজেলা জাতীয় পার্টি, পৌরসভার জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে খন্দকার শাহেদ আনোয়ারকে সভাপতি এবং মো. আশরাফ উদ্দিন আহম্মেদকে সাধারণ পুনরায় নির্বাচিত করা হয়। সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবু আহমেদ, সদস্য সচিব মো. আবুল কাশেম ও যুগ্ম আহবায়ক মো. ছিবার উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার শাহেদ আনোয়ার ও সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন আহম্মেদ প্রমুখ। খন্দকার শাহেদ আনোয়ার সভাপতি এবং মো. আশরাফ উদ্দিন আহম্মেদ সাধারণ পুনরায় নির্বাচিত হওয়ায় তাদরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।