মির্জাপুরে ৩৫ বোতল মদসহ মাদক কারবারী ইলিয়াজ গ্রেফতার

মীর আনোয়ার হোসেন টুটুল
৩৫ পিচ বিদেশী মদের বোতলসহ মাদক কারবারী ইলিয়াজ সিকদার (৩০) ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার পিতার নাম মৃত আব্বাছ সিকদার। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামে। আজ রবিবার (২২ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিনের) এসআই মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইলিয়াজ সিকদার আন্তজেলা মাদক কারবারী। গোপন সংবাদ পান যে, শারদয়ি দুর্গাপূজা উপলক্ষে ইলিয়াজ কৌশলী বিদেশী মদের বোতল বিক্রির জন্য মির্জাপুরে নিয়ে আসে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং ডিবি দক্ষিণের ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় একদল চৌকস ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৫ পিচ বিদেশী মদের বোতলসহ ইলিয়াজকে গ্রেফতার করা হয়। ৩৫ বোতল মদের মুল্য প্রায় দুই লাখ ৬৫ হাজার টাকা। এ ব্যাপারে মির্জাপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here