মির্জাপুরে এমপির উদ্যোগে আর্থিক অনুদান পেলেন ৪৮ জন অসহায় নারী পুরুষ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে খান আহমেদ শুভ এমপির উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান পেয়েছেন ৪৮ জন অসহায় নারী পুরুষ। ৪৮ জন অসহায় নারী পুরষদের মাঝে ২৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় এসব নারী পুরুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্তায়ী কমিটির সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।
আর্থিত অনুদানের চেক বিতরনের পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আফিস অনিক ও সাংবাদিক শামসুল ইসলাম সহিদ প্রমুখ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় নারী পুরুষদের মাঝে চেক তুলে দেওয়া হয়। এর পুর্বেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দেন এমপি শুভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here