মির্জাপুরে পূঁজামন্ডপ পরিদর্শনে প্রধান বিচারপতি অতিরিক্ত ডিআইজি ভারত ও বৃটিশ হাইকমিনার, ভারাক্রান্ত হৃদয়ে দেবীকে বিসর্জন

মীর আনোয়ার হোসেন টুটুল
ভারক্রান্ত হৃদয়ে দেবীকে বিদায় (বিসর্জন) জানানো হয়েছে। শারদীয় দূর্গাপূজায় এবার টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার (আরপি সাহার) ২০০শ বছরের ঐতিহ্য দৃষ্টি নন্দন পুজা মন্ডপ দেখতে এসেছিলেন প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসান, অতিরিক্ত ডিআইজি মারুফ হাসান, বাংলাদেশে নিযুক্ত ভারতেীয় হাইমিশণার প্রনয় কুমার ডার্মা, বৃটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক এবং সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, বিচারপতি মো. রুহুল কুদ্দুুছ, বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও স্থানীয় সংসদ খান আহমেদ শুভ এমপি। গতকাল সোমবার (২৩ অক্টোবর) সন্ধায় ও রাতে অতিথিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্্ের এলে কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শূভেচ্ছা জানান। এ সময় কুমুদিনী পরিবারের সদস্য রাজিব প্রসাদ সাহা, ডা. প্রদীপ কুমার রায়, ডা. এম এ হালিম, শ্রীমতি সাহা, সম্পা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা কুমুদিনী কমপ্লেক্রের বিভিন্ন সেবাধর্মী ্রপতিষ।টান পরিদর্শন করে মন্ডপপাড়ায় যান।
আজ মঙ্গলবার ২৪ অক্টোবর কুমুদিনী হাসপাতালেল এজিএম অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন, এর আগে কয়েকজন সচিব, ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুচী রানী সাহা, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহসভাপতি ও হংকং শাখার আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজদ লিটন, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা ্ওায়ামীলীগের কার্যকরী সদস্য ও মধুমতু ব্যাংকের স্মন্সর ডাইরেক্টর এবং ইবিএল গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান ইউসুফজাই সানি ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো রেজাউল করিম মন্ডপ পরিদর্শন করেছেন।
অপর দিকে হাজারো দর্শনার্থীদের পদভারে মুখরিত ছিল কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমস এবং মির্জাপুর গ্রামের রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামন্ডপ। প্রশাসন থেকে নেওয়া হয়েছিল বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। কুমুদিনী পরিবারের কর্নধার রাজিব প্রসাদ সাহা জানিয়েছেন, দানবীর আরপি সাহার ঐহিত্যকে ধরে রাখতে তাদের নানা আয়োজন করতে হয়। মন্ডপে প্রতি দিন সন্ধায় আয়োজন করা হয় ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী এবং মির্জাপুর গ্রামের বিভিন্ন ক্লাবের শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ব্যাপারে উপজেলা উদযাপন পরিষদের মভাপতি বিকাশ গোষ্মামী ও সাধারন সম্পাদক বাবু প্রমথেস গোষ্মামী সংকর বলেন, এ বছর বাংলাদেশের সব জেলা ও উপজেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশী ২৪৩ মন্ডপে দূর্গাপুঁজা অনুষ্ঠিত হয়েছে। রাতে শোকাহত পরিবেশে বংশাই ও লৌহজং নদীসহ বিভিন্ন এলাকায় মা দেবীকে বিসর্জন দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, টাঙ্গাইল জেলার ১২ উপজেলার মধ্যে মির্জাপুরে সর্বাধিক ২৪৩ মন্ডপে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পুঁজা মন্ডপে সুষ্ঠু ভাবে পুঁজা উদযাপনের জন্য প্রশাসন থেকে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here