মির্জাপুরে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ ও খেসারী প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামুল্যে রাসয়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে সার ও বীজ বিরতণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পরে কৃষকদের হাতে বিনামুল্যে সার ও বীজ তুলে দেন অতিথিবৃন্দ।
অপর দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামুল্যে সার ও বীজ বিতরনের পর কৃষি অফিস সংলগ্ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মধ্যে বিনামুল্যে বিভিন্ন কৃষি উপকরণ তুলে দেন কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here