মীর আনোয়ার হোসেন টুটুল
সারা দেশ ব্যাপি বিএনপির ডাকা হরতাল-অবরোধ প্রতিহত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবন ঘেরাও করে রাখে। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে দিয়ে মসজিদের মাইকে ঘোষনা করে পুলিশের উপর হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলেছেন সাবেক এমপিকে গ্রেফতার করা যায়নি। তিনি আতœগোপনে চলে গেছেন। এ সময় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৫ নেতা এবং এর আগে আরও ৮ নেতা গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ পর্যন্ত বিএনপির ১৩ জন নেতাকর্মীতের গ্রেফতার করা হয়েছে। নাশকতা ঠেকাতে তাদের চিরুনী অভিযান অব্যাহৃত রয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে ৫ নং বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান রিংকু, উপজেলা যুবলদের আহবায়ক গোলাম মোস্তফা জীবন, গোড়াই ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, ইমরান আহমেদ রজবু, শওকত হোসেন হিরা ও জাহাঙ্গীলমসহ ১৩ জন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন তিন দিনের হরতাল-অবরোধ সফল করতে গোড়াইল এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবনে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্যেমেশ্য জরুরী মিটিং করতে ছিলেন। নাশকতা ঠেকাতে এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন তাদের গ্রেফতার করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষনা দিয়ে পুলিশের উপর হামলার ছেষ্টা করে। তবে কোন পুলিশ সদস্য আহত হননি। ঘটনাস্থল থেকে ৬/৭ জন এবং এর আগে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিএনপির নেতা। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।