মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) মোহনা টেলিভিশনের ১৪ বছরে পথচলা ও প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম মির্জাপুরে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের অংশ গ্রহনে চিত্রাংকন ্রপতিযোগতার আয়োজন করে। এর আগে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশ গ্রহনে আনন্দ র্যালি বের হয়। দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে সকাল সারে দশটায় মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে, কেক কাটা, পুরষ্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভিপি মীর শরীফ মাহমুদ, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজেরর সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহেমদ বাবর, জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেযারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল হক, প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, মোহনা টেলিভিশন দর্শক ফোরামের সবাপতি হোসী যুবাইরী, সাধারণ সম্পাদক শাহ সৈকত মুন্না, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক যুবায়ের হোসেনসহ মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলামসহ সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ পরে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।