মির্জাপুরে শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শিল্পী মিনহাজুল মারা গেছেন, সাংস্কৃতিক অংগনে শোকের ছায়া

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাকালিন সংগীত শিক্ষক শিল্পী মিনহাজুল ইসলাম মিনহাজ (৫৯) মারা গেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ সোমবার (১৩ নভেম্বর) ভোর রাতে মির্জাপুর উপজেলা সদরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার পরিবারের পক্ষ থেকে পৌর কাউন্সিলর মো. সুমন হক জানিয়েছেন। বেশ কিছু দিন ধরে তিনি শারীরিক বাবে অসুস্থ্য ছিলেন। গুণী এই সংগীত শিল্পীর মৃত্যুতে মির্জাপুরে সাংস্কৃতিক অংগনে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মিনহাজুল ইসলামরে পিতার নাম মৃত আব্দুল ওহাব মিয়া। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের বাইমহাটি গ্রামে। তার বড় বোন চিত্র নায়িকা জাহানারা ভুইয়া। মৃতুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এক ছেলে, তিন বাই ও তিন বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর বাইমহাটি গ্রামের মসজিদে নামাজে জানাজা শেষে বাইমহাটি কেন্দ্রীয় কবরস্থা তাকে দাফন করা হয়েছে।
এদিকে মির্জাপুর শিল্পকলা একাডেমির গুণী এই শিক্ষক ও শিল্পী মিনহাজুলের মৃত্যুতে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি, মির্জাপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সবাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীামন্ত, বিশিষ্ট্য সংগীত ও চিত্র শিল্পী হুমায়ুন কবীর, কবি ও সাহিত্যিক আসাদুজ্জামান বাবুলসহ বিশিষ্ট্য জনেরা তার আত্তার মাগফেরাত কামনায় গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here