মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ^রী হোমসসহ চার শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শতভাগ পাশ অপর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, বানিয়ারা বাবুল উলুম আলিম মাদ্রাসা এবং মির্জাপুর ক্যাডেট। জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন এবং গড় পাশের হার ৮০ দশমিক ৫। এদিকে নারী শিক্ষা ও নারী জাগরনের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমসের শিক্ষার্থীরা শতভাগ পাশ করায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কুমুদিনী কমপ্লেক্্র উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
আজ রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, চলতি বছর কলেজ, মাদ্রাসা ও কারিগরি কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ৩ হাজার ১৯৯ জন শিক্ষার্থী। পাশ করেছে ২ হাজার ১৯৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন এবং গড় পাশের হাড় ৮০ দশমিক ৫। শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ থেকে ১১০৪ জনে পাশ করেছে ৭৮৫ জন, মির্জাপুর মহিলা কলেজ থেকে ২১৭ জনে পাশ করেছে ১৩৮ জন, রাজাবাড়ি কলেজ থেকে ৩০৪ জনে পাশ করেছে ২৭১ জন, খলিলুর রহমান কলেজ থেকে ৪৫২ জনে পাশ করেছে ২৭৪ জন, ড. আয়শা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ থেকে ৮৭ জনে পাশ করেছে ৬২ জন, নতুন কহেলা কলেজ থেকে ৩২৬ জনে পাশ করেছে ২৩২ জন, বংশাই স্কুল এন্ড কলেজ থেকে ১৬৬ জনে পাশ করেছে ৭২ জন, ভারতেশ^রী হোমস থেকে ৫৭ জনে পাশ করেছে ৫৭ জন, ছাকদার আলী কলেজ থেকে ৭৯ জনে পাশ করেছে ২৭ জন, ভাওড়া স্কুল এন্ড কলেজ থেকে ৩৭ জনে পাশ করেছে ২০ জন, আলহাজ¦ শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ থেকে ৮১ জনে পাশ করেছে ৮১ জন, নতুন কহেলা কলেজ (কারিগরি শাখা) থেকে ৯৯ জনে পাশ করেছে ৯৮ জন, গ্রাম বাংলা বিজনেজ ম্যানেজমেন্ট এন্ড টেকক্যিাল কলেজ থেকে ১২২ জনে পাশ করেছে ১১৫ এবং বানিয়ারা বাবুল উলুম আলিম মাদ্রাসা থেকে ২১ জনে পাশ করেছে ২১ জন।
এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে শেষ হওয়া এইচএসসি পরীক্ষায় মির্জাপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশসহ পরীক্ষার ফলাফল সন্তোষ জনক হয়েছে। আগামীতে ফলাফল যাতে আরও ভাল হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।