মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দ্বিতীয় বারের মত নৌকার টিকেট পেয়েছেন খান আহমেদ শুভ। গত উপনির্বাচনে তিনি নৌকার টিকেট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। তার পিতা সাবেক গণপরিসধ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাসটিজের সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক। আজ রবিবার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মো. ওবায়দুল কাদের এমপি তার নাম ঘোষনা করেন।
এদিকে খান আহমেদ শুভ এমপিকে দ্বিতীয় বারের মত নৌকার মনোয়ন দেওয়ায় বিকেলে মির্জাপুর, গোড়াই ও পাকুল্যা এলাকায় আনন্দ মিছিল করেচে উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মনোয়ন বোর্ডের সকল নেতৃবৃন্দের নিকট আমি চিরকৃতজ্ঞ। আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মির্জাপুরের উন্নয়নে কাজ করতে চাই।