মির্জাপুরে সাংবাদিকের পিতার মৃত্যুতে রিপোর্টার্স ইউনিটিতে শোক সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির মির্জাপুর প্রতিনিধি মো. নাজমুল ইসলামের পিতা আলহাজ¦ মো. আব্দুর রশিদ মিয়ার মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ আসর রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটি এ শোক সভার আয়োজন করে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিতে শোক সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। এ সময় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর মির্জাপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ হোসাইন দোয়া পরিচালনা করেন। রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সাংবাদিক নাজমুলের হাতে শোক বার্তা তুলে দেওয়া হয়। উল্লেখ্য যে, গত ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ মিয়া মারা যান। তার গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের পুষ্টকামুরী গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here