মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ক্রীড়াবিদ মো. মনিরুজ্জামান মনির (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। ক্রীড়াঙ্গনের একদন দক্ষ সংগঠক মনিরের অকাল মৃত্যুতে খেলোয়াড়সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মনিরুজ্জামান মনিরের দীর্ঘ দিনের সহপাঠী সৈয়দ ওয়াহিদ ইকবাল জানান, মনিরুজ্জামানের পিতার নাম মৃত মো. ওয়াহিদ মিয়া। তার বাবা ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের সৈলসিন্দুর গ্রামে। বাবার চাকুরীর সুবাধেই মনিরের খেলাধূলায় আসা। মনিরুজ্জামান ছিলেন একদন দক্ষ ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ। তিনি একাধারে ফুটবল, ভলিবল, ক্রীকেট, হা-ডু-ডু, দাবা, হকি, বাস্কেট বল, ক্যারমহ প্রতিটি খেলার সঙ্গে জড়িত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার গন্ডি পেরিয়ে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন জাতীয় ক্লাবে সুনামের সঙ্গে খেলাধুলা করেছেন। এছাড়া সাভার বিকেএসপির নিয়মিত খেলোয়াড় ছিলেন। তিনি টাঙ্গাইল জেরা ক্রীড়া সংস্থার সদস্য ও মির্জাপুর উপজেলার ক্রীড়া সংস্থার প্রায় ২০ বছর ধরে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষ নেতৃত্বে যুব ও তরুন সমাজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লীগ খেলার আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে। সর্বশেষ তিনি নারী খেলোয়াড় দল গঠন করেছে।
এদিকে গতকাল শুক্রবার বাদ মাগরিক মির্জাপুর কলেজ রোডের প্রদীপ আর্ট সেন্টারের সামনে মনির হঠাৎ অসুস্থ্য হয়ে পরেন। সঙ্গে সঙ্গে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকগন তাকে মৃত ঘোষনা করেন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা এবং বেলা এগাটায় ঘুগি গ্রামে দ্বিতীয় জানাজা শেষ ঘুগি সামাজিক কবরস্থানে তাকে যথাযোগ্য মর্যাদায় দায়ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, এক ভাই এবং তিন বোনসহ গুনগ্রাহী রেখে গেছেন। ক্রীড়াবিদ মনিরের অকাল মৃত্যুতে টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, খান আহমেদ শুভ এমপি, উপজেলা মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মির্জাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাদারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত গভীর মোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন। এছাড়া শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।