মীর আনোয়ারর হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের তিন স্বতন্ত্র এমপি প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রবিবার (১৭ ডিসেম্বর) মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের নিকট এই তিন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর এবং ইবি এস গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফজাই সানি, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবা শাহরীন এবং ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মহেড়া পেপার মিলের ম্যানেজিং ডিরেক্টর মো. মোশারফ হোসেন। তিনজন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করলেও এখন পর্যন্ত আরও সাত জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ (নৌকা), আওয়ামীলীগের প্রবীণ নেতা ও উপজেলা পরিষদের তিন বার এবং ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. গোলাম নওজব পাওয়ার চৌধূরী, কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মো. আরমান হোসেন তালুকদার তাপস, জাসদের প্রার্থী মো. মনজুর রহমান মজনু, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রী রুপা রায় চৌধূরী।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে আজ রবিবার তিন জন প্রার্থী মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত সাত জন প্রার্থী রয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। আগামীকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে।