মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিসৌধ অর্জনে শ্রদ্ধাঞ্জলী, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীল মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শান্তির প্রতিক পায়রা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। এ সময় এসিল্যান্ড মাসুদুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজাারুল ইসলাম এবং ওসি মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বীর শদিদের আত্বার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here