মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৮ম ও ৯ম শ্রেণীর ডিসেমিনেশন অফ নিউ ক্যারিকুলাম বিস্তরণে শ্রেণী শিক্ষকগণের ৭ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে ৭ দিন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বিভাগের ব্যব¯া’পনায় এবং মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়েজনে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ক্যাডেট কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮৩ জন বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বলে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানিয়েছেন। প্রশিক্ষণ উদ্ধোধনের সময় মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুভারভাইজার প্রবীর কুমার চৌধুরী, এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের মো. খলিলুর রহমান ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।