মির্জাপুরে স্বতন্ত্র এমপি প্রার্থী ও তার ভাইকে শোকজ

মীর আনোয়ার হোসেন টুটুল
আচরনবিধি লঙ্গনের অভিযোগে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক মার্কা) এবং তার ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে। গত ১৮ ডিসেম্বর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নির্বাচনী পথসভায় হাতে গজারির ডাল ও বাঁশের লাঠি নিয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার বক্তব্য প্রদান করেছিলেন মীর এনায়েত হোসেন মন্টু ও তার ভাই মীর শরীফ মাহমুদ। তাদের এই বক্তব্যসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশন, টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. কায়ছারুল ইলাম এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা সিনিয়র সহকারী জজ মল্লিকা বসাকের দৃষ্টি গোচর হয়। রিটার্নিং অফিসারের নিদেশনায় গতকাল বৃহস্পতিবার মল্লিকা বসাক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং তার ভাই মীর শরীফ মাহমুদকে শোকজ (কারন দর্শানোর নোটিশ) দিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নির্বাচনী আচরনবিধি লঙ্গনের অভিযোগে স্বতন্ত্র এমপি প্রার্থী এবং তার ভাইকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here