মির্জাপুরে শেষ মুহর্তে নির্বাচন থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিলের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহির

মীর আনোয়ার হোসেন টুটুল
শেষ মুহর্তে এসে নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামীলীগের প্রবীণ নেতা ও আট বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির। তিনি জাতীয় পার্টি থেকে মনোয়ন পেয়ে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে এমপি প্রার্থী হয়ে ছিলেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) তিনি নির্বাচন থেকে সরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে ( ট্রাক প্রতীকে) কামারপাড়া বজারে পথসভায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন। পথ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কামাল আজাদ লিটন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. ছিবার উদ্দিনসহ আওযামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির শেষ মুহর্তে এসে নির্বাচন থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ায় পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ।
এ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির বলেন, আওয়ামীলীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুিত দিয়ে নির্বাচনে এনেছিল তারা তাদের সে কথা রাখেননি। এখানে নির্বাচনের পরিবেশ নেই। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামীলীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই এলাকার স্বার্থে প্রবীণ আওয়ামীলীগ নেতা ও পাঁচ বারের ইউনিয়ন পরিষদ ও তিন বারের উপজেলা পরিষদ মোট আট বারের জন প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে দাড়িয়ে ছিলেন। তিনি কোন ব্যানার পোস্টার করেননি। নির্বাচনের পরিবেশ দেখে ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী এলাকায় ব্যাপক জনপ্রিয়তা, ভোটার ও কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেখে জহির সাহেব নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। স্বতন্ত্রী প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারগনই কর্মী হয়ে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here