মীর আনোয়ার হোসেন টুটুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে স্মাট মির্জাপুর গড়তে ও আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে নিজেই মোটর বাইকে চালিয়ে গ্রামে গ্রামে নৌকায় ভোট চাইছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি। তার এমন কর্মকান্ডে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি যুবক ও তরুণ ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই মোটর বাইক চালিয়ে প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ২০২২ সালে উপনির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। গত দেড় বছরের ব্যবধানে তিনি মির্জাপুর উপজেলায় সুষম উন্নয়ন করে সাধারণ জনগনের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের পাড়া-মহল্লায় তিনি উঠান বৈঠক, পথসভাসহ সামাজিক নানা অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার অনুরোধ জানাচ্ছেন।
আওয়ামীলীগে মনোনীত নৌকার প্রার্থী খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত জননেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের পুত্র। নৌকার প্রার্থী শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক। তার সঙ্গে নির্বাচনে কাজ করছেন সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান সহিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, তৌফিকুর রহমান তালুকদার রাজিব, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, মো. মাজাহরুল ইসরাম শিপলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাবু, সাবেক ভিপি মাসুম মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সচিব মীর আসিফ অনিকসহ অনেকেই।
এ ব্যাপারে নৌকার প্রার্থী খান আহমেদ শুভ এমপি বলেন, আমি মির্জাপুরের সন্তান। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে দ্বিতীয় বারের জন্য নৌকা দিয়ে মির্জাপুরের উন্নয়নের জন্য পাঠিয়েছেন। গত দেড় বছরের সময়ে মির্জাপুরে আমি ব্যাপক উন্নয়ন করেছি। অসমাপ্ত কাজ এবং উন্নয়নের ধারাহিকতায় এলাকার জনগন, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছেন। আামর বিশ^াস বিপুল ভোটের ব্যবধানে আমি বিজয়ী হতে পারবো।