মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ১২৭ ভোট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহনের লক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। ভোটারদের নির্বিগ্নে ভোট কেন্দ্রে আসার জন্য জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার, উপজেলা প্রশাসন ও সহকারী রিটার্নিং অফিসার ব্যাপক প্রচার-প্রচারনার ব্যবস্থা গ্রহণ করেছেন। গতকাল বুদবার থেকে মির্জাপুরে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যগন টহল শুরু করেছেন। সেনাবাহিনী শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী করেজ এবং বিজিবি বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করেছেন।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মদ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, ৭ জানুয়ারি মির্জাপুর উপজেলায় ১২৭ ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশক্রমে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যগন প্রতিটি ভোট কেন্দ্র পাহাড়া দেবেন। এছাড়া ভোটারগন যাতে নির্বিগ্নে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন সে জন্য কেন্দ্রের আশ পাশে পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।