মির্জাপুরে অবৈধ ভাবে নদীর মাটি কাটায় দুই মাটি চোরকে আটক চার লাখ টাকা জরিমানা

মীর আনোয়ার হোসেন টুটুল
অবৈধ ভাবে নদীর মাটি কাটায় আওয়ামীলীগ নেতা দুই মাটি চোরকে চার লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। আজ রবিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইচাইল ও পৌরসভার কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই জনকে আটক করে চার লাখ টাকা জরিমানা করা হয় বলে এসিল্যান্ড ও মোবাইল কোর্টের বিচারক মাসুদুর রহমান জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম মির্জাপুর উপজেরার বিভিন্ন স্পটে অবৈধ মাটি কাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সুত্র জানায়, একটি চক্র উপজেলার ইচাইল ও পৌরসভার কয়েকটি এলাকায় রাতের আধাঁরে বংশাই ও লৌহজং নদীতে ভ্যেকু বসিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি চুরি করে আসছে। অবৈধ ভাবে মাটি কাটায় এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অপর দিকে ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহন করায় রাস্তাঘাটের ক্ষতিসহ পরিবেশে বিপর্যয় নেমে এসেছে। দীর্ঘ দিন ধরে এ অবস্থায় মাটি চুরি হওয়ায় এলাকায় সাধারণ জনগনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান মির্জাপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্যেকু ড্রাম ট্রাকসহ আলমগীর মৃধা ও ইউসুফ মিয়া নামে দুই মাটি চোরকে আটক করে। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় তাদের দুই লাখ টাকা করে চার লাখ জরিমানা এবং প্রাথমিক ভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন এবং মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান বলেন, নদীর তীরসহ ফসলি জমির মাটি চুরির সঙ্গে যারা জড়িত তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। আজ রাতে অভিযান পরিচালনা করে দুই মাটি চোরকে আটক করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাটি চুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ অভিযান চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here