মির্জাপুরে কুমুদিনী ও পলিয়েটিভ কেয়ার সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কুমদিনী ও পলিয়েটিভ কেয়ার সোসাইটি বাংলাদেশ (পিসিএসবির) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের রাজধানী ঢাকার গুলশান অফিসে একটি সমঝোতা স্বারক চুক্তি স্বাক্ষরিত হয়। আজ সোমবার (২৯ জানুয়ারি) মির্জাপুরে কুমুদিনী পরিবারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কুমুদিনী হাসপাতালেল এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, চুক্তিতে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং পিসিএসবির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রফেসর ডা. নিজাম উদ্দিন আহমেদ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা থাকবে যাতে তারা প্রয়োজনে সকল সাধারণ মানুষকে সাশ্রয়ী খরচে সেবা দিতে পারেন।
অপর দিকে চুক্তিতে আরও বলা হয়েছে, সারা দেশে পলিয়েটিভ কেয়ার সার্ভিস প্রদানের লক্ষ্যে উভয় সংস্থা সেবার গুনগত মান বৃদ্ধিতে জ্ঞান ও দক্ষতা শেয়ার করবে। পলিয়েটিভ কেয়ারের সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স কেয়ারলিডার, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী এবং সমাজের উৎসাহী ব্যক্তিবর্গকে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করবে এবং গুনগত পলিয়েটিভ কেয়ার সার্ভিস সম্প্রসারণে গবেষণার ব্যবস্থা করা হবে। সুবিধাবঞ্চিত সস্প্রদায় যেমন, শারীরিক ভাবে কিছুটা সক্ষম, তৃতীয় লিঙ্গ প্রভুতি শ্রেনীর ব্যক্তিদের পলিয়েটি কেয়ার সার্ভিসের ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। এছাড়া প্রত্যাশা করা যাচ্ছে যে, এই সমঝোতা চুক্তির ফলে জনসাধারনের সেবাদানের ক্ষেত্রে প্রভুত উপকার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here