মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আগামী ১৫ ফেব্রুয়ারী আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে কেন্দ্র সচিব, সহকারী সচিব, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সুপারদের নিয়ে প্রস্তুতিমলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিস এ সভার আয়োজন করেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. এমরান হোসেন, মো. রফিকুল ইসলাম খান, মো. সুলতান উদ্দিন এবং সুপার মো. মাওলানা ফজলুল করিম প্রমুখ।