মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপি ৭৬ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, মিলাদ মাহফিল ও এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। উৎসব মুখর পরিবেশে প্রথম দিন ৬ ফেব্রুয়ারি ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. মোকলেছুর রহমান। দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন সিদ্দিকী। তৃতীয় ও শেষ দিন আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব। তিন দিন ব্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন।
তিন দিন ব্যাপি উৎসব মুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, ম্যানেজিং কমিটির সদস্য আবু সাইদ মিয়া, মো. মোকলেছুর রহমান, শফিকুল ইসলাম ও আলেফা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৭৬ তম বার্ষিক মিলাদ মাহফিল, এসএসসি ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা শেখ আব্দুল ওয়াহাব।