মির্জাপুরে একুশের প্রথম প্রহনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ওসি মো. রেজাউল করিমসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here