মির্জাপুরে নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে একুশের প্রথম প্রহরে এক মিনিট নিরবতা পালন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনষ্ঠানসহ নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চ থেকে প্রভাতফেরি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ। প্রভাতফেরিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত শামীমা আক্তার শিফা, ভাাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ওসি মো. রেজাউল করিম, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here