মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ^রী হোমসের সবুজ চত্তরে প্রভাতে গীতি আলেখ্যে অনুষ্ঠান হয়েছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার (২১ ফ্রেবুয়ারি) ভারতেশ^ী হোমস কতৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন কুমুদিনী পরিবারের বাতিঘর ও ভাষা সৈনিক এবং একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা জানান, ভোরে হোমসের সবুজ চত্তরে শিক্ষক-ছাত্রী এবং কুমুদিনী পরিবারের সদস্যগন প্রভাতফেরি বের করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় কবিতা ও গীতি আলখ্য অনুষ্ঠান। একুশের সেই কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভুলিতে পারি। হুইল চেয়ারে বসে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। তিনি শ্রদ্ধার সঙ্গে একুশের তাৎপর্য ছাত্রীদের সামনে তুলে ধরেন। কবিতা, নৃত্য ও গান নিয়ে গীতি আলেখ্য অনুষ্ঠান মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যাবস্থাপনা পচিালক (এমডি) রাজিব প্রসাদ সাহা, পরিচালক সম্পা সাহা, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপার মন্দিরা চৌধুরী, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার, কুমুদিনী হাসপাতালের পরিচারক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচারক ডা. আলী আহসান, এজিএম অনিমেশ ভৌমিক লিটনসহ হোমসের শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। গীতি আলেখ্য অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ভারতেশ^রী হোমসের সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা।