মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আর্তমানবতার সেবায় শহীদ দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্টিত কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ১১ তলা বিশিষ্ট দৃষ্টি নন্দন নতুন ভবন নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্ধোধন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি. লি. এর পরিচালক শ্রী মতি সাহা। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি. লি. এর শিক্ষা উপদেষ্টা এবং একুশে পদক প্রাপ্ত প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কুমুদিনী ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে ১১ তলা নতুন ভবন নির্মান কাজের উদ্ধোধন করা হয়। এ সময় কুমুদিনী ওয়েল ট্রাস্ট অব ঙেবগল বিডি লি. এর ব্যবস্ফানা পরিচারক (এমডি) রাজিব প্রসাদ সাহা, পরিচারক সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল জলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিম, কুমুদিনী হাসপাতালের উপপরিচারক ডা. আলী হাসান, এজিএম অনিমেশ ভৌমিক লিটন, ভারতেশ^রী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধরী, সিনিয়র শিক্ষিা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, কুমুদিনী হাসপাতাল ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের চিকিৎসক- শিক্ষার্থী এবং কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ।