মীর আনোয়ার হোসেন টুটুল
আমরা সবাই আটাশি সুখে দুখে পাশাপাশি-এই শ্লোগানে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নানা আয়োজনে এসএসসি ৮৮ ব্যাচের প্রাক্তনদের এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল দিন ব্যাপি নানা আয়োজন। ঐতিহ্যবাহী পুরনো বিদ্যাপিঠে এসে ৩৬ বছর পর একে অপরকে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পরেন।
৮৮ ব্যাচের প্রাক্তন ছাত্র মো. আসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আতিকুর রহমান আতিক, বাবু প্রলয় কুমার চৌধুরী, বাবু নরেশ চন্দ্র সরকার, বাবু সুরেশ কুমার সরকার, মো. সোহরাব হোসেন, বর্তমান প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল। ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন মো. জাহিদুর রহমান বাসেদ, মো. লুৎফর রহমান, গোপি সাহা, লিটন মিয়া ও মীর্জা আতিকুল ইসলাম, প্রনব সাহা, ফাতেমা, নুরজাহান প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠানে ৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বক্তাগন বলেন, বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী ও পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৮ সালে বিশাল এলাকা নিয়ে মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এর সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পরেছে। এই বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক প্রয়াত বাবু দুঃখীরাম রাজবংশীর অক্লান্ত পরিশ্রমে শিক্ষা, সাংস্কৃতিক অংগন ও খেলাধুলায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মেধার স্বাক্ষর বহন করেছে। বিদ্যালয়ের স্মৃতি কখনো ভুলার নয়। বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও পরিবেশ দেখে তারা সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন।