মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত দুই দিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্ধোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজলো পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্ধোধন করেন বস্্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ওসি মো. রেজাউল করিম এবং প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। আগামীকাল বুধবার একুশে বই মেলার সমাপ্তি হবে।