মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (বিএসসি) ও হোস্টেল সুপার আলহাজ¦ মো. মনসুর আলী (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে তিন নং ফতেপুর ইউনিয়নের মুশুরিয়াঘোনা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারনে দীর্ঘ দিন ধরে তিনি বেশ অসুস্থ্য ছিলেন। গুণী এই শিক্ষকের মৃত্যুতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার (১৩ মার্চ) বেলা এগাটায় মুশুরিয়াঘোনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে গুণী এই শিক্ষকের মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন, পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহেমদ শুভ এমপি, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোবারক হোসেন সিদ্দিকী, প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বানাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান ডি এ মতিন প্রমুখ।