মীর আনোয়ার হোসেন টুটুল
১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎসব মুখর এবং নানা আয়োজনে টাঙ্গাইলের মির্জাপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির পক্ষে তার একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকের নেতৃত্বে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌরসভার মেয়র সারমা আক্তার শিমুল, এসিল্যান্ড মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম প্রমুখ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।