মীর আনোয়ার হোসেন টুটুল
মিষ্টির দোকানে ওজনে কারচুপির অভিযোগে বংশী পাল (৩৪) এবং বিদ্যুৎ পাল ৪০) নামে দুই মিষ্টি ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। ঢাকা-টাঙ্গাইর মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা বাজারে অভিযান চালিয়ে এই দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম জানান, দীর্ঘ দিন ধরে মির্জাপুর উপজেলার মিষ্টি ব্যবসায়ীরা মিষ্টি বিক্রির সময় ক্রেতাদের জিম্মি করে অভিনব কায়দায় মিষ্টির সঙ্গে প্যাকেট ওজন দিয়ে অতিরিক্ত হারে টাকা আদায় করে আসছে। এতে করে ক্রেতাগন এক দিকে যেমন অতিরিক্ত টাকা দিচ্ছেন, অপর দিকে হচ্ছেন প্রতারিত। এ বিষয়ে প্রতারিত ভুক্তভোগি ক্রেতাগন অভিযোগ করায় গতকাল বুধবার (২৪ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পাকুল্যা বাজারে কয়েকটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে সুকুমার পালের ছেলে বংশী পালকে ১০ হাজার টাকা এবং রাধা বল্লব পালের ছেলে বিৎ্যুৎ পালকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পর্যাক্রমে সব হাট বাজারের মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন।