মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির জন্য প্রখর রোদে দাড়িয়ে খোলা আকাশের নিচে চলছে গ্রামে গ্রামে ইসতিকার নামাজ আদায় ও বিশেষ দোয়া। দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রখর রোদ ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। রাস্তায় বের হওয়া দুষ্কর হয়ে পরেছে। আজ বৃহস্পতিবার মির্জাপুরে রোদের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মির্জাপুর উপজেলার বিভিন্ন গ্রামের খোলা মাঠে মুসুল্লিগন জড়ো হয়ে ঈদের নামাজের মত এ নামাজ আদায় করেছেন। উপজেলার জামুর্কি ইউনিয়নের কাটরা উত্তরপাড়া জামে মসজিদ মাঠে বৃষ্টির জন্য ইসতিকার নামাজের আযোজন করা হয়। মসজিদের ঈমাম খন্দকার হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম এতে ঈমামতি করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এই ভাবে উপজেলার ইসলামী যুব উন্নয়ন পরিষদের উদ্যোগ গ্রামে গ্রামে বৃষ্টির জন্য খোলা আকাশের নিচ্ েইসতিকার নামাজ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আগামী শুক্রবার উপজেলার বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আকারে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায়ের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকাল দশটায় এ নামাজে বরাটী, নরদানা, উফুলকী, বাংগলা, রুহিতপুর, তেঘুড়িসহ বেশ কয়েকটি গ্রামের মুসুল্লিগন এ নামাজে শরীক হবেন বরে উদ্যোত্তা মো. শহীদ মিয়া জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল।পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন, তাপমাত্রা ও বিভিন্ন রোগ থেকে বাঁচতে সাধারন লোকজনদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।