মির্জাপুরে তীব্র গরমে সিল্কসিটি এক্্রপ্রেস ট্রেনের হাইড্রলিক ব্রেকে আগুন, আহত ১২
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া ট্রেন স্টেশনে রাজশাহী সিলকসিটি এক্্রপ্রেস ট্রেনের হাইড্রলিক ব্রেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ঢাকা-বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের মহেড়া ট্রেন স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় আতংকে প্রাণে বাঁচতে ট্রেন থেকে লাফিয়ে নিচে পরে অন্তপক্ষে ১২ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেন স্টেশনের কর্মকর্তাগন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, তীব্র গরমের কারনে হাইড্রলিক ব্রেকে আগুনের সুত্রপাত হয়েছিল। তবে কোন বড় ধরনের দুর্ঘটনা হয়নি।
এলাকাবাসি ও কয়েকজন যাত্রী জানান, বিকেলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্্রপ্রেস টেনের ক্রসিংয়ের সময় সিল্কসিটি এক্্রপ্রেস ট্রেন থামানো হয়। ট বগির কয়েকজন যাত্রী নিচে নেমে হাইড্রলিক ব্রেকের স্থানে আগুন দেখতে পান। খবর পেয়ে স্টেশনের ও ট্রেনের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে আগুন লাগার খবর ট্রেনের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পরলে আতংকে প্রাণে বাঁচতে লাফিয়ে পরে অন্ততপক্ষে ১২ জন আহত হন।
এ ব্যাপারে মহেড়া ট্রেন স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, তীব্র গরমের কারনে সিল্কসিটি এক্্রপ্রেস ট্রেনের হাইড্রলিক ব্রেকে আগুনের সুত্রপাত হয়েছিল। তবে কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, প্রচন্ড গরমের কারনেই ট্রেনটির হাইড্রলিক ব্রেকে আগুনের সুত্রপাত হয়েছিল। বড় ধরনের কোন দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here