মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে অসুস্থ্য, দরিদ্র এবং অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এলাকার ৪৬ জন অসুস্থ্য, দরিদ্র ও অসহায় নারী পুরুষদের মাঝে ২০ লাখ ৯০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, এমপির একান্ত ব্যক্তিহত সচিব মীর আসিফ অনিক ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।