মির্জাপুরে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মীর আনোয়ার হোসেন টুটুল
মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত। নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়ন মির্জাপুর উপজেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। বেলা ১১ টায় একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. বিল্লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সালমা আক্তার, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর, গোলাম ফারুক সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক আবুর কাশেম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোতালেব মিয়া, নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here