মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির জন্য প্রখর রোদে খোলা আকাশের নিচে ইসতিকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় প্রখর রোদ ও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। রাস্তায় বের হওয়া দুষ্কর হয়ে পরেছে। আজ শনিবার (২৭ এপ্রিল) মির্জাপুরে রোদের তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা আলহাজ¦ মো. জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে মুসুল্লিগন জড়ো হয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন। এলাকাবাসি বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইসতিকার নামাজের আযোজন করেন। টাঙ্গাইল বেপারিপাড়া জামে মসজিদের খতিব ও টাঙ্গাইল গোরস্তান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুল ইসলাম ঈমামতি করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জোহর বৃষ্টির জন্য নামাজ ও দোয়া হয়েছে। সোহাগপুর বাজার জামে মসজিদ কমিটি ও এলাকাবাসি এ ইস্তেকার নামাজের আয়োজন করেন। এখানে সহস্্রাধিক মুসুল্লি খোলা আকাশের নিচে নামাজে অংশ গ্রহণ করেন বলে বাবুল সিকতদার জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল।পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন, তাপমাত্রা ও বিভিন্ন রোগ থেকে বাঁচতে সাধারন লোকজনদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।