মির্জাপুরে প্রবাসির বাড়িতে ৯ লক্ষাধিক টাকা স্বর্নালংকার মোবাইল মোটর সাইকেল লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
সৌদি প্রবাসির বাড়িতে দূধুর্ষ ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সশ¯্র ডাকাত দলের সদস্যরা ৯ লক্ষাধিক টাকা, বিপুল পরিমান স্বর্নালংকার, পাঁটি মোবাইল সেট একটি পালসার মোটর সাইকেল লুটে নেয়। গুছে। সশস্্র ডাকাত দল বাড়িতে ঢুকে বিষাক্ত স্প্রে ছিটিয়ে বাড়ির লোকজনকে পিটিয়ে অজ্ঞান করে আলমারি ও সুকেজ রুতর অবস্থায় মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (৪ মে) দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের প্রবাসি মাহবুব আলীর বাড়িতে দূধুর্ষ এই ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার হাসপাতালে ভর্তিকৃত প্রবাসির স্ত্রী গৃহবধু সুমি বেগমের (৪৫) ভাই রিংকু জানায়, তার বোন জামাই মাববুব আলী দীর্ঘ দিন ধরে সৌদি প্রবাসি। তার বোন এক পুত্র ও দুই কন্যা নিয়ে বাইমাইল গ্রামের পাকা বাড়িতে থাকেন। গতকাল শনিবার গভীর রাতে সশস্্র ডাকাত দল অভিনব কায়দায় বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় বাড়ির সবাইকে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ও পিটিয়ে অজ্ঞান করে ফেলে। পরে ডাকাত দলের সদস্যরা ঘরের আলমারী ও সুকেজ ভেঙ্গে ৯ লক্ষাধিক টাকা, ৫/৬ ভরি স্বর্ন, পাঁচটি মোবাইল সেট, মুল্যবান কাপড় চোপর, আসবাবপত্র ও একটি লাল সিলভর কালারের পালসার মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়। রাতেই আশপাশের লোকজন ঘটনার খবর পেয়ে গুরুতর অবস্থায় অজ্ঞান অস্থায় সুমি বেগম ও তার পুত্র কলেজ ছাত্র শুভ মিয়া (১৭) কে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের জিরানী শেখ ফজিলাতুননেছা মুজিব স্পেশালাজাইডস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সুমি বেগমের ছোট দুই কন্যা মাসফিনুল (১০) এবং মুন (৭) এখন অসুস্থ্য। তাদেরও চিকিৎসা চলছে। বাড়ির লোকজন অভিযোগ করেছেন ইতিপুর্বেও গত চার বছরের ব্যবধানে দুই বার এই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বিপুল পরিমান মালামাল ও অর্থ লুট হওয়ায় পরিবারটি এখন নিৎশ^ হয়ে পরেছে।
এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অসুস্থ্যদের শেখ ফজিলাতুননেছা মুজিব স্পেশালাজাইডস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কোন অপরাধীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here