মির্জাপুরে আ.লীগ নেতা ও ছাত্রলীগের নেতা পিতা-পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা
মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচছাসেবকলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আ.লীগের সদস্য হাজী আবুল হোসেন(৫০) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফোয়াদ হোসেন হৃদয় (২৬) এই পিতা-পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসী ইসমাইল হোসেন। পারিবারিক বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার (৬ মে) সকালে ইসমাইল হোসেন এই ঘটনা ঘটায়। হাজী আবুল হোসেন পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে। এই ঘটনায় হাজী আবুল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মির্জাপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আজ সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে ইসমাইল তার ঘরের ছাদের পানি আবুল হোসেনের ঘরের চালে ফেলছিলেন। হাজী আবুল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার ঘরের চারে পানি ফেলা নিষেধ করলে ইসমাইল তার স্ত্রী শিলা আক্তার ও মেয়ে জিম আক্তার লাঠি ও দেশীয় ধারালো অস্্র (দা) নিয়ে তার উপর হামলা করে। তার আত্মচিৎকারে হাজী আবুল হোসেন ও ছেলে ফোয়াদ হোসেন হৃদয় ঘুম থেকে উঠে এগিয়ে গেলে তাদের উপরও হামলা করে। এ সময় ইসমাইল দেশীয় ধারালো অস্্র (দা) দিয়ে আবুল হোসেন ও তার ছেলে ফোয়াদ হোসেন হৃদয়কে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রামকৃষ্ণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত হিসেবে রক্তমাখা দা জব্দ করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here