মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে সমন্মিত ব্যবস্থাপনার মাধ্যমে ৫০ ভাগ ভর্তুকি মুল্য কৃষকদের মাঝে কৃষি যান্ত্রিকীকরন (ধান কাটার হারবেস্টার মেশিন) বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১১ মে) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠানে অতিথি ছিলেন পাট ও বস্্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুল আলম, উপজেলা কৃষি কর্মকর্ত মাকমুদা খানম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিত ইকবাল, যুগ্ম সম্পাদক মো.ি সরাজ মিয়া, ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদা খানম বলেন, সৈলসিন্দুর গ্রামের শামসুদ্দিন, ফতেপুর গ্রামের আলম মিয়া, বাগজান গ্রামের যতীন্দ্র চন্দ্র সরকার, ফতেপুর গ্রামের মো. মিজানুর রহমান এবং থলপাড়া গ্রামের আব্দুর রউফ মিয়া এই পাঁচজন কৃষককে ৫০ ভাগ ভর্তুকি মুল্যে ধান কাটার জন্য একটি করে কম্বাইন হারবেস্টার কৃষিজ যন্ত্র বিতরণ করা হয়।