মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন ১১ জন

মীর আনোয়ার হোসেন টুটুল
চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেচেন ১১ জন প্রার্থী। আগামী ৫ জুন চতুর্থ ধাপের নির্বাচনে আজ বৃহস্পতিবার (৯ মে) ছিল প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিসহ হেভিওয়েট প্রার্থীরা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বৃহস্পতিবার (৯ মে) মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ৪ জনসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অনলাইনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, সহ-সভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল ও বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম আজাহার ও শওকত মিয়া। ভাইস চেয়ারম্যান মহিলা পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, রুবি আক্তার কনা, চাঁদ সুলতানা এবং মাহবুবা শাহরীন।
এ ব্যাপারে নির্বাচন অফিসার শরীফা বেগম বলেন, আজ ৯ মে মনোনয়নপত্র দাখেিলর শেষ দিনে ১১ জন প্রার্থী চেয়ারম্যান-বাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১২ মে মনোয়নপত্র বাছাই, ১৩-১৫ মে মনোয়নপত্র আপিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তি, ১৯ মে মনোয়নপত্র প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্ধ এবং ৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৩ হাজার ১১৩ জন এবং মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৭৩২ জন। মোট কেন্দ্র ১৪৪, অস্থায়ী কেন্দ্র ৫৫ এবং মোট বুথ সংখ্যা ৯৭৪,।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here