মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারি সংস্থা সময়ের কথা নামক একটি এনজিওর কর্মকর্তাগন অসহায় গ্রাহকদের প্রায় সাত কোটি টাকা নিয়ে উদাও হওয়ার ঘটনায় ভূক্তভোগী শতাধিক গ্রাহক তাদের টাকা ফেরতের দাবিতে মানবন্ধন করেছেস। গ্রাহকের টাকা নিয়ে এনজিও কর্মকর্তাদের উধাও হওয়ার ঘটনায় আজ (১৫ মে) বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে তারা এই মানববন্ধন করেন। মানব বন্ধন কর্মসুচীতে অসহায় বেশ কয়েকজন নারী পুরুষ কান্নায় ভেঙ্গে পরেন।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতা করেন, মির্জাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন হক, ভূক্তভোগী গ্রাহক ভারতেশ্বরী হোমসের শিক্ষক কালিপদ সাহা, হিরা সাহা, মঙ্গলী রাজবংশি, ডাবলু সাহা প্রমুখ।
বক্তারা বলেন, সময়ের কথা এনজিওর নির্বাহী পচিালক জাহঙ্গীর আলম, পরিচালক পিন্টু দে এবং শাখা ব্যাস্থাপক সুধীর ঘোষ বেশী লাভের প্রলোভন দেখিয়ে মির্জাপুর, সরিষাদগাইর,বুড়িহাটী, পাহাড়পুরসহ বিভিন্ন গ্রামের সহজ সরল নারী পুরষদের ্রপতারনার ফাঁদে ফেলে প্রায় সাত কোটি টাকা আমানত সংগ্রহ করেন। সম্প্রতি তারা জানতে পারেন সুধীর ঘোষ এবং পিন্টু দে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়েছে। তারা গত ১৫ এপ্রিল মির্জাপুর সাহাপাগাস্থ সময়ের কথা এনজিও অফিসে গিয়ে অফিস তালাবদ্ধ দেখতে পান। তারা পরিচালক পিন্টু দের বাড়িতে গেলে তার স্ত্রী কলি সাহা তাদের সাথে অসৌজন্যমুলক আচরন করেন এবং একপর্যায় তাদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
নিরুপায় গ্রাহকরা স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম এবং মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। এতেও কোন সমাধানের পথ না পাওয়ায় তারা বুধবার টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন। মানবন্ধন শেষে ভূক্তভোগী গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমের কাছে স্মারকলিপি পেশ করে।